Sponsor

banner image

recent posts

জল-শব্দ /Asad Rahman

মুঠোতে ধরে রাখি শব্দঘর এপাশের টুকিটাকি বিস্ময় ভেসে যায় অন্য পাশ… জানি, শব্দেরো থাকে ঘ্রাণ! পশ্চিমের জলমরা বর্ণমালায় ফোটে ঊনপঞ্চাশী বাগানবিলাস… ধ্বনিও ডেকে তুলে ডুবন্ত অন্তঃপুর ভালবাসা নড়ে অক্ষরের আয়নায় শব্দও হয় নারী এবং পুরুষ… যন্ত্রের বুকেও জন্ম নেয় জলহাওয়া যান্ত্রিক আকাশেও ভারী মেঘ হয় অতলস্পর্শী বৃষ্টিতে ভিজে শব্দের নিঃশ্বাস। একদিন দেখা হবে! মুখোমুখি হবে কথা! ভাষার পৃথিবীতে বাক্যে হবে জলাশয় একদানা শব্দ ঠোঁটে, অপেক্ষায় একজোড়া সারস। শুধু অন্তঃস্থ আলাপে, থমথমে দূরত্ব গভীর নিয়তির জলপথে দুর্দান্ত জটিলতা সাঁতরে বেড়ায় তবু সরু স্বপ্ন হাঁটে স্রোতের চারপাশ। তবু একদানা-শব্দ ‘ভালবাসা’ আজও প্রবল থাকবে আগামীকালও!
জল-শব্দ /Asad Rahman জল-শব্দ /Asad Rahman Reviewed by MD ASAD RAHMAN on জানুয়ারী ১৫, ২০২০ Rating: 5

কোন মন্তব্য নেই:

Blogger দ্বারা পরিচালিত.