Sponsor

banner image

recent posts

গরীবের মেয়ে যখন জমিদার বাড়ির বউ

গরীবের মেয়ে যখন জমিদার বাড়ির বউ ( পর্ব ১) দিন মজুর করিম এক ছেলে আর দুই মেয়ে নিয়ে তার সংসার কাজ না করলে তার চুলায় আগুন জলে না তার বউ নাই বড় মেয়ে ১০ শ্রেনীতে আর ছোট মেয়ে ৭ এ পড়ে ছেলের বয়স ৪ বছর খুব ভালো মত তার সংসার চলতেছে তার বউ যখন তার ছেলের ১ বছর বয়স তখন মারা যায় সে আর বিয়ে করেনি কারন যদি তার ছেলে মেয়ে কে ভালো না বাসে সে সারা দিন কামলা দে এক দিন সকালে করিম বাড়িতে আছো না কি করিমঃ হে কে আমিঃ রমজান মিয়া করিমঃ আপনি আসেন বসেন রমজান মিয়াঃ আজ বসবো না শুন কাল সকালে জমিদার বাড়িতে যাবি কাজ আছে করিমঃ ঠিক আছে তবে রমজান মিয়াঃ বড় সাব আসবে তার ছেলে বৌ ও নাতি দের নিয়ে করিমঃ ও রমজান মিয়াঃ তুই আর তোর ছেলে মেয়েদের নিয়ে যাবি শনি বার দাওয়াত আছে করিমঃ ঠিক আছে শনি বার দুপুরে তারা গেলো জমিদার বাড়িতে রমজান মিয়াঃ করিম আয় আয় রমজান মিয়াঃ বড় সাব এই হল করিম আমাদে খেতে কাজ করে খুব ভালো মানুষ এরা তার ছেলে মেয়েরা বড়সাবঃ ও করিমের বড় মেয়ে নেহা তাকে সালাম করলো তার পর তার ছেলের বউ কে ও সালাম করলো বা তোমার নাম কি ছেলের বউ আমার নাম নেহা তুমি কি করো আমি ১০ শ্রনীতে পড়ি ও তুমি খুব মিষ্টি নেহার চেহারা মলিন হয়ে গেলো রমজান মিয়াঃ করিম খেতে আয় করিমঃ আসতেছি এই জয় এদিকে এসো এই হলো আমার ছেলে (ছেলের বউ) জয় সালাম দিল করিমঃ খুশি হয়ে দোয়া করলো রমজান মিয়া এদিকে এসো (ছেলের বউ) রমজানঃ বলেন আপা ছেলের বউঃ এই মেয়ে টার মা নেয় রমজানঃ না আপা ৪ -৫ বছর আগে মারা গেছে ছেলের বউঃ ও মেয়ে টা কে আমার খুব মনে ধরেছে তখন করিম খাবার খেয়ে চলে যাচ্ছে এই মেয়ে এদিকে আসো ভয়ে ভয়ে কাছে গেলো তার নেহার গালে হাত দিয়ে আদর করলো ও তার বোন ও ভাই কে ও আদর করলো টাকাও দিলো (ছেলের বউ) করিম আপনি আনেক ভালো অনুষ্ঠান শেষ বড় সাব ও তার ছেলের বউ মিলে ঠিক করলো করিমের মেয়ে নেহা কে জয় এর সাথে বিয়ে দিবে রমজান এর মাধ্যমে খবর দিল রমজানঃ করিম করিম করিমঃ আপনি কি বলেন কনো সমস্যা রমজানঃ তোকে বড় সাব রাতে দেখা করতে বলছে এই বলে চলে গেলো করিমের মাথা নষ্ট হয়ে গেলো কেন যেতে বলছে কনো ভুল করছি না কি নেহাঃ বা জান কি হয়েছে বাবাঃ মা রে বড় সাব আমারে রাতে যেতে বলছে নেহাঃ যাও কি বলে দেখো বাবাঃ মা রে এরা অনেক বড় লোক আমি কনো ভুল করলাম না কী? নেহাঃ আরে বা জান এমনে ও তো হতে পারে যাও গিয়া দেখো বাবা কে মন বল দিলো কিন্তু তার ও মনে ভয় লাগতেছে কেন আমার বাবা কে কেন যেতে বলছে........... চলবে... পরবর্তী পর্বের জন্য অবশ্যই কমেন্ট করতে হবে।অামরা পাঠকদের চাহিদা অনুযায়ী পরবর্তী পর্বগুলো যোগ করবো।তাই দেরি না করে তারাতারি কমেন্ট করুন।
গরীবের মেয়ে যখন জমিদার বাড়ির বউ গরীবের মেয়ে যখন জমিদার বাড়ির বউ Reviewed by MD ASAD RAHMAN on মে ০৭, ২০১৯ Rating: 5
Blogger দ্বারা পরিচালিত.