Recents in Beach

“যখন তুমি”

সব কিছু ভেঙ্গে যাবার পর আর কোন চাওয়া নেই নেই কোন বাসনা, নেই কামনা কোন কিছুই আর টানে না আমায় শুধু টানে কিছু স্মৃতি কিছু ফিরে না পাবার সময়; যখন তুমি সাথে ছিলে! যখন তুমি পাশে ছিলে কতকিছুই থাকতাম ভুলে! আমার অবস্থান, তোমার অবস্থান, আমার চাওয়া, তোমার পাওয়া, সব ভুলেছিলাম! মনে হয়নি আমি তুমি ভিন্ন ভেবেছিলাম আমি তুমি মানে আমরা নই আমি তুমি মানে আমি! কিন্তু সব ভুল ছিল ছিল সব মিথ্যে আমিও মোহে পড়েছিলাম, প্রথম ভালবাসার মোহ! প্রথম নারীর ছোঁয়ার মোহ, প্রথম বিশ্বাসের মোহ! যখন তুমি বলতে ভালবাসি; ভেবেছিলাম তুমি বুঝি কোন স্বর্গের দেবী ভেবেছিলাম প্রেমের দেবতা নিজেকে! ভেবেছিলাম আমার নামে পুজো দেবে কোটি প্রেম-ভক্ত ভেবেছিলাম আমরাও হব ইতিহাসের সাক্ষ্য! ভুল, সবই ভুল! ভালবাসা আর প্রেম যেমন এক নয় আমি আর তুমিও এক নই।