Recents in Beach

১৪ প্রেমিকা বাসায় হাজির, অজ্ঞান হয়ে কোমায় প্রেমিক!

ভারতের দিল্লি শহরে রাকিব নামে এক যুবক প্রেম করতেন ১৪ জন তরুণীর সাথে। হঠাৎ একদিন সব প্রেমিকা তার বাসায় গিয়ে হাজির হন। সবাইকে এক সাথে দেখে অজ্ঞান হয়ে যান রাকিব। পরে কোমায় চলে যান তিনি।
রাকিবের প্রেমিকাদের মধ্যে জরিনা নামের একজন জানান, রাকিব যে দীর্ঘদিন এক সাথে এত জনের সাথে প্রেম করছিল তা তারা কেউ জানতেন না। হঠাৎ একদিন গোপনে তার ফোন দেখতে গিয়ে এ বিষয়টি ধরা পড়ে।
জরিনা বলেন, তিনি সবার সাথে একে একে কথা বলে সত্যিটা সবাইকে জানান। পরে একদিন সবাই পরিকল্পনা করে তার বাসায় গিয়ে হাজির হন। রাকিব সে সময় ঘুমাচ্ছিলেন। ঘুম থেকে উঠে সবাইকে একসাথে দেখতে পেয়ে চমক সহ্য করতে না অজ্ঞান হয়ে পেরে কোমায় চলে যান রাকিব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ